এসেছে গুগলের ইউয়ারএল শর্টনার






যতই দিন যাচ্ছে ততই ডোমেইন এর সংখ্যা বাড়ছে । তাই ডোমেইন এর অক্ষর গুলোও অনেক বেড়ে চলেছে । তাই ইউয়ারএল গুলো ছোট করার জন্য এক উপায় নিয়ে এসেছে গুগল ।goo.gl
ওয়েবসাইট টাতে ঢুকে এর বক্সে আপনার সাইটের লিঙ্ক দিন।











কিছুক্ষনের মধ্যই গুগল একটি লিঙ্ক জেনারেট করে আপনাকে দিবে । আর আপনি সহজেই ঢুকে পড়বেন আপনার ওয়েবসাইটে ।

চকলেট ছেলে

"ধানমন্ডি গার্লসের সামনে দাঁড়ায় আছি। এখনই স্কুল ছুটি হবে । একটা মাইয়ারে
আমার খুব পছন্দ হয় । ##য়া নাম । মেয়েটারে বেশ কয়েকবার লাভ প্রপোজ করছি, আমারে খালি
ইগ্নর করে । কিন্তু ভাই
"কাঁটা হেরি ক্লান্ত কেন কমল তুলিতে, দুঃখ
বিনা সুখ লাভ হয় কী মহীতে"
। ওই মাইয়ারে আমার লাগবই । এলিফেন্ট
রোডের থেইকা কনভার্স কিনছি, বসুন্ধরা থেইকা ফুল হাতা শার্ট কিনছি, প্যন্টটাও ঐখান
থেকা কিনা । ভাব মারতে গিয়া বেন্সন খাইতাছি । । এত কিছু কইরাও মাইয়ার মন না পাইলেতো
এলাকায় বদনাম হইয়া যাইবো । আমার এলিয়নটা রেডিই । ড্রাইভারে আগেই বখশিশ দিয়া পাঠায়
দিছি । এখন ওই যায়গায় ই##ন বইসা আছে । মাইয়ারে আজকে তুইল্লাই লইয়া যাব ......"




বক্তব্যটা আমার না । একজন ঈভ টিজারের , আমার মনে হয় ঈভ টিজিং এর ব্যাপারে এর থেইকা
আর বড় কোনো সংজ্ঞা নাই । শুধু ধানমন্ডি না আমার মনে হয় সারা বাংলাদেশেই এখন এই
কান্ড ।সেদিন লেইকে আড্ডার সময় একটা ছেলে এই কথাই বেশ গর্বের সাথে বলছিল ।
উপসংহারটা আর বললাম না । জোর করে মেয়েদের সাথে প্রেম করার ইচ্ছাই ঈভ টিজিং এর
মূলকারন । তবে ঈভটিজারদের বড় অংশই মেয়েটার তুলনায় অনেক বড় । যখন ১৪-১৫ বছরের একটা
ছেলে ১৩-১৪ বছরের একটা মেয়েকে টিজ করে তখন যতটুকু খারাপ লাগে, এর চেয়েও বেশি খারাপ
লাগে যখন ৩৫-৪০ বছরের লোক ১৩-১৪ বছরের একটা মেয়েকে বিরক্ত করে তখন আমার এর চেয়েও
বেশি খারাপ লাগে । কারন তাদের হলুদ দাঁত আর ময়লা শার্ট মেয়েদের জন্য বিরক্তিকর হয়ে
ওঠে । আর তাদের লোলুপ দৃষ্টি আর অশালীন মন্তব্য একটা ছেলের থেকে অনেক বেশী ।



সেই ছেলেটার সাথে মেয়েটার প্রেম এখন প্রায় দুমাসের । তাই আমি তখন ছেলেটাকে কিছু বলি
নাই। কিন্তু ঈভটিজাররা যে বয়সীই হোক না কেন আমাদের তাদের ধইরা মাইর দেওয়া উচিৎ ।



ব্লগার বন্ধুরা আপনাদের দেখা বা শোনা ঈভ টিজিংএর ঘটনা কমেন্টে শেয়ার করুন ।

এখন ইয়াহু থেকে কল করবো ফ্রী তে

ইন্টারনেট থেকে ফ্রী কল করার অনেক সাইট আছে । ভবিষ্যতে হয়তোবা ওগুলো নিয়ে
পোস্ট ও দিতে পারি। কিন্তু জনপ্রিয় সাইট ইয়াহু থেকে ফ্রীতে কল
করার মজাই আলাদা।
চলুন কথা না বাড়িয়ে জেনে ফেলি কীভাবে
ইয়াহু থেকে ফ্রী কল করা যায়। এর জন্য প্রথমে আপনাকে

ইয়াহু ম্যাসেঞ্জার
ডাউনলোড করতে হবে।
এরপর
ম্যাসেঞ্জারে আপনার

ইয়াহু আইডি
দিয়ে ম্যান্সেঞ্জার ওপেন করুন ।

Contacts লেখার নিচে ফাকা বক্সে ১৮০০৩৭৩৩৪১১ নম্বরটি
লিখে ইন্টার চেপে কল দিন। রোবটের মতো একজন কথা বলতে থাকবে, খেয়াল
করবেন কখন উনি FREE CALL উচ্চারন করেন । আপনিও
পালটা আরো জোরে বলে দেন ফ্রী কল । হয়ে গেল আপনার
ফ্রী কল অ্যাক্টিভ । বসে বসে গার্লফ্রেন্ডের সাথে মাগনা কথা বলা
শুরু করে দেন , আর বলেন ইয়াহু আবিল

সব পত্রিকা দেখুন একটি সাইটে

বাংলাদেশে এখন প্রায় সব পত্রিকাই অনলাইনে দেখা যায়। এগুলোর লিঙ্ক যোগার করা

সহজসাধ্য না। গুগলে সার্চ দিয়ে দিয়ে বের করতে হয়। আমার বাবা সার্চ দিয়ে দিয়ে
বুকমার্ক করে রেখেছিল। ল্যপটপে কি যেন প্রবলেমের কারনে ঠিক করতে দিয়েছিল। লোকগুলা
নতুন করে সেটআপ দিয়ে দিয়েছে।



ব্যস বাবার বুকমার্কগুলো শেষ। এইরকম বাবাদের যেন বুকমার্ক না হারায়, সেজন্য আমি
একটা সাইট খুলেছি www.24bd.webs.com
সাইটটাতে কোন এড বা কঠিন ডিজাইন না থাকায় খুব তাড়াতড়ি স্টার্ট হয়।

বাবার সাইটটা খুব পছন্দ হয়েছে। এখন বাবার হোমপেজ গুগলের বদলে ওই সাইটটাই। সামুর
ওয়েব মাস্টাররা দেখে বলুনতো কেমন হলো ?