পি.টি.সি.

পি.টি.সি হচ্ছে পেইড টু ক্লিক সিস্টেম। অর্থাৎ আপনি যতবার ক্লিক করবেন আপনাকে তত টাকা দেওয়া হবে। তাই বলে আপনি সারা দিন ধরেই ক্লিক করতে পারবেন না, প্রতিদিন আপনাকে নিদৃষ্ট পরিমানে কিছু এড দেওয়া হবে ক্লিক করার জন্য। এবং প্রতি ক্লিকে আপনাকে .০০৫ থেকে ০.৫ সেন্ট পর্যন্ত দেওয়া হতে পারে। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট বলে যে তারা এর চেয়ে বেশী টাকা দিচ্ছে। কিন্তু তারা আসলে স্ক্যাম অর্থাৎ তারা কোন টাকাই দিবে না। শুধু শুধু হয়রানি করবে আপনাকে। অনলাইনে আয়ের জন্য সবচেয়ে ভাল উপায় এই পি.টি.সি । পি.টি.সি দিয়ে আয় করতে হলে আপনাকে প্রথমে সাইনআপ করতে হবে এলার্টপে তে। যেহেতু বাংলাদেশে পে-পাল বন্ধ সেহেতু আপনার পে-পাল ব্যাবহার না করাই উত্তম। প্রথমে নিচের ব্যানারে ক্লিক করে এলার্ট পে তে সাইন আপ করুন।



এবার আপনাকে যা করতে হবে তা হচ্ছে বিভিন্ন পি,টি,সি তে সাইন আপ করতে হবে।

তবে সাবধানঃ
১. বিভিন্ন সাইট অনেক টাকা দেওয়ার কথা বলে। কিন্তু তারা কিছুই দিবে না আপনাকে
২. কারো রেফারেলে সাইনআপ করবেন না। এতে আপনার অর্জিত টাকার কিছু অংশ সে নিয়ে নিবে। তাই আপনি এই সাইটটাতে গিয়ে পি.টি.সি.র লিংক পেতে পারেন। এরা কোন রেফারেল লিংক দেয়না, তবে আপনি কোন পি.টি.সি.র লিংকে ক্লিক করলে তারা সামান্য কিছু এড দেখাবে, এটাই তাদের লাভ। আর এরা কোন স্ক্যাম সাইটের লিংক দেয় না তাই আপনারা নিশ্চিত হতে পারেন। 


ভবিষ্যতে আপনাদের আরো টিপস দিতে পারি। সেজন্য দোয়া রাখবেন। শুভ অনলাইন আর্নিং।